১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেওয়ার দাবিতে পাঁচটি প্যানেলের প্রার্থী ও সমর্থকরা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সোমবার (১৮ মার্চ) পৌনে বারোটার দিকে টিএসসির রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা এই অবস্থান নেয়।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এই মিছিল বের করে। এর আগে তারা নির্বাচন বাতিলের দাবিতে শনিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল।
সোমবার বেলা পৌনে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শতাধিক শিক্ষার্থী মিছিল বের করে। এসময় উপস্থিত ছিলেন স্বাধিকার পরিষদের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা আসিফুর রহমান, ছাত্র ফেডারেশন থেকে জিএস পদে নির্বাচন করা উম্মে হাবিবা বেনজীর, কোটা সংস্কার আন্দোলনের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা রাশেদ খান ও স্বতন্ত্র জোটের অরণী সেমন্তি খানসহ অনেকে।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, সূর্যসেন হল, মুহসীন হল, ভিসির বাসভবন সংলগ্ন চত্বর হয়ে ভিসি কার্যালয়ের সামনে যায়। মিছিলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। সেগুলো হলো ভোট ডাকাতির নির্বাচন মানি না, মানব না; নীল নকশার নির্বাচন মানি না, মানব না ও এক-দুই-তিন-চার, দালাল ভিসি গদি ছাড় ইত্যাদি।