নেদারল্যান্ডসের উতরেস শহরে ট্রামে এক বন্দুকধারীর হামলায় অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
টেলিগ্রাফের খবরে বলা হয়, পুলিশ অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে। একে সন্ত্রাসী হামলা বলেও তারা অনুমান করছেন। তবে এক ব্যক্তি নিহতের ঘটনা বিষয়ে তারা কিছু জানায়নি।
নেদারল্যান্ডসের গণমাধ্যমের সূত্রে জানা যায়, প্রত্যক্ষদর্শীরা অন্তত এক ব্যক্তিকে সাদা কাপড়ে মুড়ে স্ট্রেচারে নিয়ে যেতে দেখেছেন। যার অর্থ দাঁড়ায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তারা গুরুতর আহত অবস্থায় তিন ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখেছন বলে জানান।
স্থানীয় পুলিশ সূত্রে বিবিসি জানায়, ট্রাম স্টেশনের আশপাশে নিরাপত্তা বাহিনীরা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টারও পৌঁছেছে।
স্থানীয় সময় সকাল পৌনে এগারোটার দিকে এক বন্দুকধারী ট্রামের ভেতরে গুলি ছুড়তে শুরু করে। এতে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তাদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে জরুরি নিরাপত্তা বাহিনীর চলাচলের সুবিধার্থে জনসাধারণকে সড়ক ছেড়ে দিতে বলেছে পুলিশ। এক প্রত্যক্ষদর্শী জানান, এক ব্যক্তি ট্রামের ভেতরে এলোপাতাড়ি গুলি করা শুরু করে।
এদিকে শহরের ট্রাম সার্ভিস বন্ধ করে দিয়েছে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ।