বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা বিশিষ্ট এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ আগুন লাগে।
আগুন মাঝে মাঝে নিয়ন্ত্রণে আসলেও আবার থেকে থেকে শুরু হচ্ছে। তবে ধোঁয়ায় ভরে গেছে চারপাশ। উদ্ধার তৎপরতায় যুক্ত হয়ছে নৌবাহিনী ও বিমানবাহিনী। ফায়ার সার্ভিস কর্মীরা এ পর্যন্ত কয়েকজনকে উদ্ধার করেছেন।
ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৭ ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিষ বর্ধন বলেন, “আগুন লাগার পরপরই আমাদের ৬টা ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। এরপর আরও আটটা ইউনিট রওনা হয়েছে। ভবনের ভেতরে আটকা পড়াদের উপর থেকে উদ্ধারে চেষ্টা চলছে। আগুনে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।”