নতুন বছরের প্রথম সপ্তাহে রেকর্ড সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে বিশ্ব পুঁজিবাজার সূচক। টিকা আবিষ্কারের কারণে কভিড-১৯ মহামারির ক্ষতি সামলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এমন আশা করছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবেই মূলত বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। খবর: রয়টার্স।
৪৯ দেশের সার্বিক পুঁজিবাজার সূচক এমএসসিআই গতকাল সোমবার লেনদেনের শুরুতে দমমিক ৫০ শতাংশ বেড়েছে। এতে এ সূচকই রেকর্ড সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। ইউরোপের বাজারে গতকাল লেনদেনের শুরুর দিকে লন্ডনের এফটিএসই ১০০ সূচক বেড়েছে দুই দশমিক ৬৬ শতাংশ, জার্মানির ডিএএক্স সূচক বেড়েছে এক দশমিক ৩৫ শতাংশ এবং সিএসি ৪০ বেড়েছে এক দশমিক ৮৩ শতাংশ।
এশিয়ার বাজারে জাপানের নিক্কেই ছাড়া সব সূচকই গতকাল ছিল ঊর্ধ্বমুখী ধারায়। এর মধ্যে সাংহাই সূচক বেড়েছে দশমিক ৮৬ শতাংশ, হংকংয়ের হ্যাংসেং সূচক বেড়েছে দশমিক ৮৯ শতাংশ এবং ভারতের সেনসেক্স সূচক বেড়েছে দশমিক ৬৪ শতাংশ।
এর আগের দিন যুক্তরাষ্ট্রের প্রধান পুঁজিবাজার সূচক ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডাও জোনস সূচক বেড়েছে দশমিক ৬৫ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে দশমিক ৬৪ শতাংশ এবং নাসডাক সূচক বেড়েছে