পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভায় একটি বড় রকমের রদবদল করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
দেশটির অর্থমন্ত্রী আসাদ ওমরের পদাবনতি ঘটানোর কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ রদবদলের ঘোষণা আসে। নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আফ্রিদিকে রাজ্য ও ফ্রন্টিয়ার অঞ্চলে (সাফরন) মন্ত্রী করা হয়েছে। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ফেডারেল মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। ড. আবদুল হাফিজ শেখকে অর্থ উপদেষ্টা করা হয়েছে। পেট্রোলিয়ামমন্ত্রী গোলাম সারওয়ার খানকে করা হয়েছে বিমানমন্ত্রী।
এদিকে মন্ত্রিসভায় রদবদলের খবরের মধ্যেই অর্থমন্ত্রী আসাদ ওমর পদত্যাগ করেছেন। টুইটারে পদত্যাগের বার্তায় তিনি বলেন, মন্ত্রিসভায় নিজের পদে না থাকার ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান তাকে অনুমতি দিয়েছেন।
আসাদ ওমর বলেন, মন্ত্রিসভায় রদবদলে প্রধানমন্ত্রী আমাকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে বলেছেন। কিন্তু মন্ত্রিসভার কোনো পদে না থাকার ব্যাপারে তিনি আমাকে সম্মতি দিয়েছেন।
তিনি আরও বলেন, আমার কঠিন বিশ্বাস, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি দেশের আশা জাগিয়ে রাখবে এবং নয়া পাকিস্তান গড়ে তুলতে সক্ষম হবে।
চলতি সপ্তাহে পাকিস্তানের অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদলের খবর শোনা গিয়েছিল। অর্থনৈতিক সংকট মোকাবেলায় পাকিস্তানের অর্থমন্ত্রী আগে থেকেই বিরোধী দলের কঠোর সমালোচনার মুখে ছিলেন।