জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর : রয়টার্স
গত ১৪ ফেব্রুয়ারি ভারত শাসিত কাশ্মীরে ওই হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর ৪০ জনের বেশি সেনা সদস্য নিহত হয়।
এ ঘটনার সঙ্গে পাকিস্তান জড়িত বলে শুরু থেকেই অভিযোগ ভারতের। কিন্তু এমন অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে ইসলামাবাদ। এর প্রেক্ষিতে দেশ দুটির মধ্যে চলছে চরম উত্তেজনা।
চিরবৈরী দেশ দু’টির মধ্যে এমন সম্পর্ক দেখতে চান না বলে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানালেন ট্রাম্প, “এই মুহূর্তে ভারত-পাকিস্তানের পরিস্থিতি খুব খুবই খারাপ। খুব ভয়াবহ একটা পরিস্থিতি। আমরা এটার অবসান দেখতে চাই।”
“অনেক মানুষ প্রাণ হারিয়েছে। আমরা এমন পরিস্থিতি অবসান চাই। আর এই প্রক্রিয়ায় আমরা নিবিড়ভাবে জড়িত রয়েছি। ভারত বিষয়টা খুব জোরালোভাবে দেখছে। এই হামলায় তাদের প্রায় ৫০ জন মানুষ মারা গেছে। পরিস্থিতিটা আমিও বুঝতে পারি।”
ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন উভয় দেশের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বলে জানালেন ট্রাম্প।