Breaking News

ভারতীয় বাহিনীর হামলায় ৩ পাক সেনা নিহত

লাইন অব কন্ট্রোলে ভারতীয় বাহিনীর হামলায় ৩ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে দেশটির অনলাইন সংবাদমাধ্যম দ্য নিউজ।

এক বিবৃতিতে জানানো হয়, রাওয়ালাকোটে সেক্টরে বিনা উসকানিতে মঙ্গলবার ভোরে হামলা করে ভারতীয় বাহিনী। এ ঘটনায় নিহতরা হলেন মুহাম্মদ রিয়াজ, আজিজুল্লাহ ও শহীদ মানসাব।

আইএসপিআর আরও জানায়, পাকিস্তানি বাহিনী দ্রুতই পাল্টা জবাব দেয়। এতে প্রতিপক্ষ শিবিরে হতাহতের ঘটনা ঘটেছে, ক্ষতিসাধন হয়েছে স্থাপনার।

এদিকে এএফপি জানায়, কাশ্মীর সীমান্ত বরাবর পাক-ভারত গোলাবিনিময়ে এক ভারতীয় সেনা ও এক তরুণী নিহত হয়েছেন।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর বলেন, আজকের গোলাবিনিময়ে তাদের এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন।

পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। একাধিকবার পাল্টাপাল্টি হামলাও হয় সীমান্তে।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *