জাপানের প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রায় অর্ধেকই চীননির্ভরতা কমাতে চীন থেকে কারখানা সরিয়ে অন্য দেশে নিতে আগ্রহী। এরই মধ্যে অনেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু করেছে। জাপানের বার্তা সংস্থা কিয়োদোর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর কিয়োদো।
বৈশ্বিক সাপ্লাই চেইন যে বড় আকারে চীনের ওপর নির্ভরশীল, করোনা মহামারীর মধ্যে তা আরো স্পষ্ট হয়ে উঠেছে। যক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধের কারণে বছর দুয়েক ধরেই বাড়তি উদ্বেগ দেখা গিয়েছিল। সঙ্গে মহামারীর ধাক্কায় অনেক প্রতিষ্ঠানই সেখানে কারখানা পরিচালনা কিংবা সাপ্লাই চেইনের জন্য নির্ভরশীলতা কমানোর চেষ্টা করে আসছে।
জরিপের জন্য জাপানের প্রায় ১৫০টি প্রধান ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছিল কিয়োদো কর্তৃপক্ষ। এর মধ্যে সাড়া দেয় ৯৬টি। এদের মধ্যে রয়েছে ক্যানন, টয়োটা, কেডিডিআই, কোবি স্টিল, মিত্সুবিশির মতো বৃহৎ শিল্পগোষ্ঠীগুলো।
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …