রাজধানী টোকিও ও এর আশপাশের তিনটি এলাকায় চলতি সপ্তাহে জরুরি অবস্থা জারির কথা ভাবছে জাপান। দেশটিতে কভিড-১৯ সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হওয়া এবং হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপে নেয়ার কথা চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। খবর: রয়টার্স।
জাপানে বিদায় নেয়া বছরের শেষ দিন গত ৩১ ডিসেম্বর এক দিনে রেকর্ড চার হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়। পরে রাজধানী ও এর আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি স্থানীয় কর্তৃপক্ষ আহ্বান জানায়। অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনা করে এ আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেননি প্রধানমন্ত্রী ইয়োশিহিদা সুগা।