প্রতি বছর জাপানে মাছবাজারে নিলামে টুনা মাছের যে রেকর্ড দাম উঠত, এবার তা লক্ষ করা যায়নি। মহামারীর ধাক্কায় জাপানের শক্তিশালী রেস্টুরেন্ট ব্যবসায় মন্দার জেরে টুনা মাছের বিক্রিতে এর প্রভাব পড়েছে। ব্লুমবার্গ ।
টোকিওর টয়োসু মাছবাজারে এবার সবচেয়ে বেশি দামে বিক্রীত ব্লুফিন টুনাটির ওজন ছিল ২০৮ কেজি।
সুস্বাদু টুনার জন্য বিখ্যাত জাপানের উত্তরাঞ্চলীয় আওমোরি থেকে এ ব্লুফিন টুনাটি ধরা হয়েছে। ২ কোটি ৮৪ হাজার ইয়েন বা ২ লাখ ২ হাজার ডলারে টুনাটি কিনেছেন জাপানের পাইকারি মাছ বিক্রেতা ইয়ামায়ুকি। গত বছর একই আকারের একটি মাছের দামের তুলনায় তা কমেছে প্রায় এক-দশমাংশ ।
পর্যটন, রেস্টুরেন্ট ও অন্যান্য সেবা খাতে মহামারীর ধাক্কায় এবার সংযম প্রদর্শন করতে হচ্ছে বলে জানান স্বঘোষিত টুনা কিং কিমুরা।