টোকিও ও এর আশাপাশ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এ জরুরি অবস্থা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসে সংক্রমিত শনাক্তের পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।
বলা হয়েছে, রাজধানী এবং এর আশপাশের তিন অঞ্চল চিবা, সাইতামা এবং কানাগাওয়াতেও এই জরুরি অবস্থা জারি থাকবে।
একটি টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে টোকিওর গভর্নর রাজধানী এবং প্রতিবেশী তিন অঞ্চলে জরুরি অবস্থা দাবি করেন। এরপর থেকেই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের আপাত অনীহার কারণে ব্যাপক সমালোচিত হচ্ছিলেন প্রধানমন্ত্রী সুগা।
নতুন করে ঘোষণা করা জরুরি অবস্থায় পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন দেশটির প্রধানমন্ত্রী।
গতকাল বুধবার জাপানে ৫ হাজার ৯৫৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এদিন ভাইরাসটিতে আক্রান্তদের ৭২ জন মারাও গেছেন। আর এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮০৪ জনের। আর আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ১০৫-এ।