শক্তিশালী টাইফুন ‘ফ্যাক্সাই’ ধেয়ে আসছে পূর্ব এশিয়া দেশ জাপানের দিকে। টোকিওসহ দেশটির বিভিন্ন অংশে রোববার (০৮ সেপ্টেম্বর) এবং সোমবার (০৯ সেপ্টেম্বর) আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াভিত্তিক আমেরিকান সংবাদমাধ্যম অ্যাকুওয়েদার বলছে, অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদরা পশ্চিম প্রশান্ত মহাসাগরে টাইফুন পর্যবেক্ষণ করছেন। যা শেষপর্যন্ত স্থানীয় হিসেবে এ সপ্তাহের শেষ এবং আগামী সপ্তাহের শুরুর দিকে আঘাত হানতে পারে। আর জাপানে সপ্তাহ শুরু হয় সোমবারে।
‘বায়ুকোণ’ বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘুরে আসতে আসতে ফ্যাক্সাই আরও শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি শনিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় থেকে শক্তিশালী টাইফুনে রূপ নেয়। একইসঙ্গে ক্যাটাগরি-১ এর হারিকেনের সমতুল্য বাতাস নিয়ে ফ্যাক্সাই এগিয়ে আসছে বলেও আবহাওয়াবিদদের আশঙ্কা।
ফ্যাক্সাই একটি কমপ্যাক্ট ঝড় হতে যাচ্ছে উল্লেখ করেছেন অ্যাকুওয়েদারের সিনিয়র আবহাওয়াবিদ ডাভ হোক।
তিনি বলেন, একটি কম্প্যাক্ট ঝড় হতে যাচ্ছে ফ্যাক্সাই এবং দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। এই বিষয়টি রোববার থেকে সোমবারের মধ্যেই জানা যাবে। যখন গোটা জাপান সামগ্রিক ক্ষয়ক্ষতি এবং বন্যার হুমকিতে সীমাবদ্ধ হবে।
যদিও ঝড়টি ছোট হওয়ার আশা করছে জাপান। তারপরও কর্তৃপক্ষ বলছে, হুমকি হালকাভাবে নেওয়া উচিত নয়।