Breaking News

জাপানে ঘূর্ণিঝড় ফাসাইয়ের আঘাত ঘটেছে প্রাণহানি

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফাসাই। সোমবার ভোরে তীব্র বেগে ঝড়টি আঘাত হানে।

ঘণ্টায় সর্বোচ্চ ২০৭ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে এটি উপকূলে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ঝড়ের তাণ্ডবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী টোকিওর কাছেই একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে রাজধানী টোকিওর দু’টি বিমানবন্দরে ১৩০টিরও বেশি ফ্লাইট বাতিল করে দেয় কর্তৃপক্ষ। রেল পরিষেবায়ও বিঘ্ন ঘটে। বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকারে নিমজ্জিত হন ৯ লাখ ১০ হাজার ঘরবাড়ির বাসিন্দারা। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

ঝড়ের তাণ্ডবে কানাগাওয়া নামের একটি শহর পুরোপুরি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কানাগাওয়া, শিজৌকা ও টোকিওর প্রায় চার লাখ মানুষকে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

About admin

Check Also

পরবর্তী প্রজন্মের পরমাণু কর্মসূচির জন্য মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজকে বেছে নেবে সরকার

জাপান সরকার সম্ভবত পরবর্তী প্রজন্মের পরমাণু চুল্লি নির্মাণে মুখ্য ভূমিকা পালনের জন্য মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *