বিক্রি কর বাড়ায় অক্টোবরে জাপানের বার্ষিক প্রকৃত ভোক্তা মূল্যস্ফীতি যতটা বাড়বে বলে ধারণা করা হয়েছিল, এতটা বাড়েনি। গার্হস্থ্য ব্যয় শিথিল থাকায় সেখানে কোম্পানিগুলো উচ্চ ব্যয় থেকে বিরত থাকায় এমনটি হয়েছে। খবব জাপানটুডে।
ব্যাংক অব জাপান (বিওজে) নিজেদের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ শতাংশ। এদিকে অক্টোবরের পরিসংখ্যান দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত বৈশ্বিক বাজারে দেশটির পণ্যের চাহিদা হ্রাস ও চলমান চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ রফতানিনির্ভর অর্থনীতির পূর্বাভাসকে ব্যর্থ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে দশমিক ৪ শতাংশ। তবে এতে জ্বালানি তেলের ব্যয় বাদ দিলেও হিসাবে নেয়া হয়েছে নতুন খাদ্য দরকে। অক্টোবরের সিপিআই মধ্যম মেয়াদি বাজার পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান।