বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-র ভারত সফর। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের পারস্পারিক আলোচনার মাধ্যমে এই সফর স্থগিত করা হয়েছে। খবর এনডিটিভি।
এর আগে নির্ধারিত ভারত সফর বাতিল করেন বাংলাদেশে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার সকাল থেকেই সংবাদ মাধ্যমে জল্পনা তৈরি হয় ভারত সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নাগরিকত্ব সংশোধনী বিল বিল ও এনআরসির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আসামের রাজধানী গৌহাটিতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা ছিল।
কিন্তু সেই সফর অনিশ্চিত বলে শুক্রবার সকালে জানায় জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বৃহস্পতিবার জানিয়েছিল, তাদের কাছে এই সংক্রান্ত কোনও খবর নেই।
কিন্তু শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘দুই দেশের আলোচনার মাধ্যমে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফর স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে দু’দেশের সুযোগমতো প্রধানমন্ত্রী আবের সফরের তারিখ স্থির হবে।’