করোনাভাইরাস আতঙ্কে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের জাপান সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। জাপানের মুখ্য সচিব ইয়োশিহাইদ সুগা বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ বিষয়টিকেই এখন বেশি প্রাধান্য দেয়া উচিত।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
গত বছর জি-টোয়েন্টি সম্মেলনে জাপানের ওসাকায় গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। তখন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁকে জাপানে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
এর আগে সর্বশেষ ২০০৮ সালে চীনের প্রেসিডেন্ট জাপান সফরে যান। এবার তার সফর দুই দেশের সম্পর্ক উষ্ণ করার একটি প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছিল। তবে করোনার কারণে এই সফর আপাতত হচ্ছে না।
এদিকে আজ বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান বলেন, চীন ও জাপান দুটো দেশই এখন ভয়াবহ করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়ছে। দুটি দেশই একমত হয়েছে, কোনও যৌক্তিক সময়ে ও পরিবেশে এ সফর হবে। আর সেটা একটা সফল সফর হবে।
বিশ্বব্যাপী ৯৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভয়াবহ এ ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৩ হাজার ২০০ জনের বেশি মানুষ। জাপানে এযাবৎ ৩১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত সাতজন।