ক্ষুধার্ত দৈত্য তাকেই ধরবে যে টিস্যু চুরি করবে। জাপানে এক দোনাকি এভাবেই টিস্যুর রোলে লিখে রেখেছেন এ কথা। এই ভয় দেখিয়ে তার অভিশাপের উপর চোখ আঁকিয়ে রেখেছেন। দোকান কর্মী ইতাচিবের দাবি টিস্যু চুরি ঠেকাতেই তিনি এ কাজ করছেন।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর জাপানে সার্জিকাল মাস্ক , টিস্যুর চুরির ঘটনা বেড়ে গেছে। পাবলিক টয়লেট অথবা বিশ্রামাগার সব জায়গা থেকেই চুরি হচ্ছে টিস্যু। করোনাভাইরাসের কারনে টিস্যু , হ্যান্ড স্যানিটাইজার এর দাম ও চাহিদা বেড়ে গেছে কয়েক গুন।
ইতাচিবে জাপানের নিগাতা শহরের একটি বড় দোকানের কর্মচারি। তিনি জানান , অনেক দিন ধরেই তিনি লক্ষ করছিলেন তার দোকান থেকে টিস্যু চুরি যাচ্ছে।
তিনি থামাতেও পারছিলেন না চুরি , পরে মজা করেই লিখে রাখেন টিস্যু চুরি করলে ক্ষুধার্থ দৈত্য ধরে খাবে। তিনি বলেন এটি মজা করে লিখে রাখার পর এতে নাকি তার কাজ হয়েছে।
এখন চুরি একদম না থামলেও আগের থেকে অনেক কমে গেছে।