ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী মুক্ত বাণিজ্য চুক্তির অনুমোদন দিয়েছে জাপানের সংসদ। এর মাধ্যমে আগামী ১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাওয়ার পরও ব্রিটেনের সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকবে। খবর কিয়োদো।
গত অক্টোবরে টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি ও ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক সচিব লিজ ট্রাসের স্বাক্ষরিত এ চুক্তি গত মাসে জাপানের নিম্নকক্ষে অনুমোদনের পর শুক্রবার উচ্চকক্ষে পাস হয়েছে। তবে চুক্তি কার্যকর হওয়ার জন্য ব্রিটেনকে এখনো তার অভ্যন্তরীণ অনুমোদনের প্রক্রিয়া শেষ করতে হবে। ডিসেম্বরে ব্রেক্সিট অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হওয়ার পরে বিদ্যমান জাপান-ইইউ চুক্তির বাইরে চলে যাবে ব্রিটেন। আর উভয় দেশেই উচ্চ শুল্কের কারণে নতুন এ চুক্তির প্রয়োজন ছিল।