নাগরিকদের সঙ্গী খুঁজে পেতে সহায়তা করতে আরো বড় অংকের বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। খবর বিবিসি ।
উদ্যোগটিকে আরো কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ব্যবস্থাতে প্রায় ২ কোটি ডলার অর্থ বিনিয়োগের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
গত বছর জাপানে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৮ লাখ ৬৫ হাজারের কম। এটি দেশটির হিসাবে রেকর্ড নিম্ন জন্মহার। দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম নিম্ন জন্মহারের দেশ হিসেবে বিবেচিত হচ্ছে জাপান।
জাপানের স্থানীয় সরকার পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সম্বন্ধ (ম্যাচমেকিং) তৈরির একাধিক স্কিম চলমান রয়েছে। কিছু এলাকায় এ ধরনের উদ্যোগ নেয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার এখন এই প্রকল্পগুলোতেই ভর্তুক্তি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর জন্মহার বাড়ানোর লক্ষ্য নিয়ে স্থানীয় কর্তৃপক্ষগুলোকে ২ বিলিয়ন ইয়েন ( ১কোটি ৯০ লাখ ডলার) বরাদ্দ দেবে সরকার।
ড. হরিগুচি বলেন, তরুণ-তরুণীরা যদি ডেটিংয়ে আগ্রহী না হয় তবে ম্যাচমেকিং সম্ভবত অকার্যকর হবে। যদি আমরা প্রযুক্তির ওপর নির্ভর করতে পারি তবে সাশ্রয়ী মূল্যের এআই রোবটগুলো পরিবারের বা শিশুর যত্নের দায়িত্ব গ্রহণ করতে পারে। তাহলে এই উদ্যোগটা আরো কার্যকর হতে পারে।