নিজেদের অর্থনীতিকে সামলে নেয়ার লক্ষ্যে জাপানের ক্ষমতাসীন জোটও নিয়েছে উদ্যোগ। ২০২১ সালের অর্থবছরের জন্য গত বৃহস্পতিবার একটি কর সংস্কার প্যাকেজের অনুমোদন দিয়েছে তারা। যেখানে পরিকল্পনাটি হচ্ছে বাড়ি ও গাড়ির কর ছাড় অব্যাহত রাখা। খবর কিয়োদো।
অবশ্য কেবল এটুকুই নয়, প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তার জোটের শরিক কোমেইটোর লক্ষ্য হচ্ছে বেসরকারি খাতকে উৎসাহিত করা, যাতে তারা করপোরেট কর সংশোধনের দ্বারা কার্বন হ্রাস ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে কাজ করে।
আশা করা হচ্ছে, ক্ষমতাসীন দলের প্রস্তাবের ভিত্তিতে আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য কর সংস্কারের পরিকল্পনা অনুমোদন দেবে সরকার। পাশাপাশি আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সাধারণ সংসদ অধিবেশনে প্যাকেজ সম্পর্কিত বিলগুলো জমা দেয়া হবে।
বর্তমানে যারা ২০২০ সালের শেষ পর্যন্ত গৃহঋণ নেবে, তারা প্রচলিত ১০ বছরের পরিবর্তে ১৩ বছরের কর হ্রাসের উপযুক্ত হবে। ক্ষমতাসীন দল প্রস্তাব করছে, যারা ২০২২ সালের শেষ ভাগ পর্যন্ত নতুন ঋণের চুক্তিতে স্বাক্ষর করবে, তারাও যেন একই ধরনের ব্যবস্থার আওতায় থাকে।
এদিকে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জায়গার দাম হ্রাসের বিষয়টিও এ ব্যবস্থায় উঠে এসেছে। পাশাপাশি মহামারীকালীন করদাতাদের ওপর থেকে অর্থনৈতিক বোঝা লাঘবের বিষয়টিও এখানে প্রাধান্য পেয়েছে।