টানা নবম বছরের মতো সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান সরকার। দেশটির প্রতিরক্ষা খাতে আসছে বছরে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। খবর রয়টার্স।
সোমবার (২১ ডিসেম্বর) জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সামরিক বাজেট অনুমোদন করেছে।
এর আগের বছরের তুলনায় সামরিক ব্যয় ১.১ শতাংশ বেড়েছে জাপানের।
এদিকে, চীনের সঙ্গে বাড়তে থাকা সামরিক উত্তেজনার জবাব দিতে, সৈনিকদের সক্ষমতা বাড়ানো এবং দূরপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে এই তহবিল ব্যয় করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
২০২১ সালের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য এই ব্যয় নুমোদন করা হয়েছে। আর পার্লামেন্টে যেহেতু প্রধানমন্ত্রী সুগা’র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই ব্যয়বৃদ্ধির ব্যাপারটি গৃহীত হওয়া নিয়ে কোনো সংশয় থাকছে না – জনিয়েছে আল জাজিরা।
অন্যদিকে, জাপানের আগের প্রধানমন্ত্রী শিনজো আবেও সামরিক ব্যয় বাড়ানোর ব্যাপারে উদ্যোগী ছিলেন। তারই ধারাবাহিকতায় সামরিক ব্যয় বাড়িয়ে চলছেন সুগা।
পাশাপাশি, চীন আগামী অর্থবছরে সামরিক ব্যয় ৩.৬ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে আল জাজিরা।