জাপানে ২০২১ অর্থবছরের জন্য রেকর্ড ১০৬ দশমিক ৬১ ট্রিলিয়ন ইয়েন বা এক লাখ তিন হাজার কোটি ডলারের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরের চেয়ে এটি তিন দশমিক আট শতাংশ বেশি। আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে করোনার প্রণোদনা ও সামরিক খাতকে গুরুত্ব দেয়া হয়েছে। খবর: জাপান টাইমস।
করোনাভাইরাস মোকাবিলায় চলতি মাসে ৭০০ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে জাপান সরকার। এর একটি অংশ আগামী বাজেটে খরচ করা হবে। বাজেটে করোনার জন্য রিজার্ভ তহবিল রাখা হয়েছে পাঁচ ট্রিলিয়ন ইয়েন। এছাড়া বাজাটে রেকর্ড পাঁচ দশমিক ৩৪ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ পাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের চেয়ে যা এক দশমিক এক শতাংশ বেশি। চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তিকে টেক্কা দিতে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজে এ অর্থ ব্যয় করা হবে।
গতসোমবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সরকার বাজেট অনুমোদন করে। পার্লামেন্টে সুগার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রস্তাবটি কার্যকর হওয়া না হওয়ার প্রশ্নে কোনো অনিশ্চয়তা থাকছে না। সামরিক ব্যয় বাড়ানোর ক্ষেত্রে পূর্বসূরি শিনজো আবের পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছেন সুগা। প্রতিবেশী চীনসহ অন্য সম্ভাব্য শত্রু দেশগুলোকে টেক্কা দিতে নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে নতুন বিমান, ক্ষেপণাস্ত্র ও এয়ারক্রাফট ক্যারিয়ারে উপহার দিয়ে যাচ্ছেন তিনি। কেনা হচ্ছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রও।