বিদেশীদের জাপানে প্রবেশ সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছে দেশটি। তবে যেসব বিদেশী নাগরিক সেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন, তারা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছেন। ব্রিটেনে ছড়িয়ে পরা নভেল করোনাভাইরাসের উচ্চসংক্রমণশীল স্ট্রেইন জাপানেও ধরা পড়েছে। এ পরিপ্রেক্ষিতে এর বিস্তার রোধে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর রয়টার্স।
২৮ ডিসেম্বর থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। পুরো জানুয়ারি তা জারি থাকবে। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে জাপান সরকার। এতে বলা হয়েছে, জাপানি নাগরিক এবং স্থায়ী বিদেশী নাগরিকরা প্রবেশের সুযোগ পাবেন। তবে তাদের যথাযথ প্রমাণ দেখাতে হবে। একই সঙ্গে তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। জাপানে প্রবেশের পর কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন।
করোনার নতুন রূপে জাপানেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শনিবার টোকিওতে রেকর্ড করোনা সংক্রমণ হয়েছে। রাজধানীতে রেকর্ড ৯৪৯ জন করোনা সংক্রমিত হয়েছে।
নতুন বছরের ছুটি কাটানোর জন্য অনেক পরিবার একত্র হচ্ছে এবং মন্দির ও তীর্থস্থানে গমনের পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা সংক্রমণ এড়াতে এ ধরনের গণজমায়েত কমানো বা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।