বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করার ফলে অমীমাংসিত তিস্তা চুক্তিসহ অন্য বিষয়গুলোর সমাধান প্রক্রিয়া আরো দ্রুত হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৪ মে) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে বিজেপির পুনর্বিজয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তিসহ অন্য অমীমাংসিত বিষয়গুলো কী অবস্থায় যেতে পারে জানতে চাইলে কাদের বলেন, বিগত মোদি সরকারের আমলে আমাদের অনেক অমীমাংসিত সমস্যার সমাধান হয়েছে, সেটা মোদি সরকারের সাহসিকতা ও বিচক্ষণতাই প্রমাণ। দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। এ ধরনের কাজ যখন সম্পন্ন হয়ে গেছে এবং সমাধান প্রচেষ্টা খুব দ্রুত হয়েছে, সে জন্য আমরা আশা করি, এবার আমাদের সঙ্গে অমীমাংসিত তিস্তা যুক্তিসহ অন্য বিষয়গুলোর সমাধান প্রক্রিয়া আরো দ্রুত হবে।