বিশ্বের প্রবীনতম জীবিত মানুষের খোঁজ মিলল জাপানে। পশ্চিম জাপানের ফুকুওকার বাসিন্দার নাম কানে তানাকা। বর্তমানে জীবিত মানুষদের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। শনিবার সে জন্য তিনি গিনেস রেকর্ডও নাম লেখালেন ।
ফুকুওকার একটি নার্সিংহোমে বর্তমানে চিকিৎসাধীন কানে। সম্প্রতি তাঁর ১১৬ বছরের জন্মদিনও পালিত হল সেই নার্সিংহোমে। কেক কেটে দিনটা সকলের সঙ্গে উপভোগ করেন তিনি। তাঁর জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত কী? প্রশ্নের উত্তরে কানে বলেন, ‘‘এই মুহূর্তটাই’’।
১৯০৩ সালে ২ জানুয়ারি জন্ম তাঁর। ওই বছরই বিশ্বে প্রথমবারের জন্য বিমান উড়িয়েছিলেন রাইট ভ্রাতৃদ্বয়। তারপর ১৯২২ সালে হিডেও তানাকার সঙ্গে বিয়ে হয় তাঁর। পাঁচ সন্তানের মা তিনি। এর মধ্যে পঞ্চম সন্তানকে অবশ্য দত্তক নিয়েছিলেন তানাকা দম্পতি। রোজ সকাল ৬টায় ঘুম থেকে ওঠা অভ্যাস তাঁর। আর বিকেলে? বিকেলটা কাটান অঙ্ক কষে আর ক্যালিগ্রাফি অনুশীলন করে
জাপানের নাগরিকদের বিশ্বের সবচেয়ে বেশি সময় বাঁচার অনেক রেকর্ড রয়েছে। যেমন জিরোমন কিমুরা। ২০১৩ সালের জুন মাসে মৃত্যু হয় তাঁর। ১১৬ বছর বেঁচেছিলেন তিনি।