একটা সময় বলতেন দুই মেয়ে জিয়াননিনা ও দালমা ছাড়া আর কোনো সন্তান নেই তার। কিন্তু গত কয়েক বছর ধরে আরো সন্তান থাকার খবর বেরিয়ে আসছে দিয়েগো ম্যারাডোনার। আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি এবার আরো তিনটি সন্তানের পিতৃত্ব স্বীকার করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
ম্যারাডোনার আইনজীবীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ম্যারাডোনার এই তিন সন্তান আছে কিউবায়। এর মানে ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের নায়কের সন্তানের সংখ্যা দাঁড়িয়েছে আটটি।
অথচ ৫৮ বছর বয়সী ম্যারাডোনা একটা সময় বলতেন, সাবেক স্ত্রী ক্লাওদিয়া ভিয়াফানের ঘরের জিয়াননিনা ও দালমা ছাড়া আর কোনো সন্তান নেই তার। প্রায় ২০ বছর সংসার করার পর ২০০৩ সালে ক্লাওদিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয় ম্যারাডোনার।
আইনজীবী মাতিয়াস মোরলা জানিয়েছেন, তিন সন্তানের পিতৃত্বের পরীক্ষা দিতে হাভানায় যাবেন ম্যারাডোনা; চলতি বছরের শেষ দিকে তাদের পিতৃত্বের ব্যাপারটা আনুষ্ঠানিকভাবে জানাবেন তিনি। সন্তান তিনটি দুই মায়ের গর্ভের হতে পারে বলে খবরগুলোতে বলা হচ্ছে।
উল্লেখ্য, কোকেন গ্রহণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ২০০০-২০০৫ সময়ে কিউবায় চিকিৎসা নেন ম্যারাডোনা। দেশটির তখনকার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তার। কাস্ত্রোকে নিয়ে বাঁ হাঁটুর নিচে একটি উলকিও আঁকান তিনি।
কিউবায় থাকার সময়টাতেই সন্তান তিনটির মায়েদের সঙ্গে ম্যারাডোনার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেছিল বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও সন্তানের পিতৃত্ব না মানা নিয়ে আইনি জটিলতায় পড়তে হয়েছিল ম্যারাডোনাকে। দীর্ঘ আইনি লড়াই শেষে দিয়েগো জুনিয়র নামের ৩২ বছর বয়সী এক ছেলে ও জানা নামের ২২ বছর বয়সী এক মেয়ের পিতৃত্ব স্বীকার করতে হয় তাকে।
তাছাড়া দিয়েগো ফের্নান্দো নামের ছয় বছর বয়সী আরো একটি ছেলে আছে ম্যারাডোনার। তার এই সন্তানটি বান্ধবী ভেরোনিকো ওহেদার গর্ভের।