Breaking News

গরু মোদীর মা, কাকী, বোন: কংগ্রেস নেতা

উত্তর প্রদেশের কাইসরগঞ্জের কংগ্রেস প্রার্থী বিনয় কুমার পাণ্ডে বিতর্কিত এক মন্তব্য করে বসেছেন। তিনি বলেন, বিজেপি গোমাতা নিয়ে লাফালাফি করে, তার কারণ গরু হল নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের মা, কাকিমা ও বোনের সমান।

শুক্রবার এক নির্বাচনী সভায় ভারতের প্রধানমন্ত্রী মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সম্পর্কে এ মন্তব্য করে বসেন।

বক্তব্যের এক পর্যায়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গরুকে দেখিয়ে তিনি বলে ওঠেন “ওই দেখুন! মোদী আর যোগী কাকিমারা দাঁড়িয়ে রয়েছে”৷ স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিজেপি। তার বক্তব্যটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *