Breaking News

নিউজিল্যান্ডে মুসল্লিদের হত্যাকারীর বিরুদ্ধে ৫০ হত্যার অভিযোগ

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জনকে হত্যা এবং ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে খ্রিস্টান চরমপন্থী সন্ত্রাসী ব্রেনটন হ্যারিসন ট্যারেন্টের বিরুদ্ধে।

নিউজিল্যান্ড হ্যারাল্ড জানায়, বন্দুকধারী ট্যারেন্টের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে বলে ঘোষণা করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে তারা জানায়।

নির্বিচারে গুলি চালিয়ে এ হত্যাকাণ্ড চালানোর অভিযোগে ব্রেনটনকে শুক্রবার ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে হাজির করা হতে পারে। এর আগে হত্যাকাণ্ডের পরদিনই ২৮ বছরের এ শেতাঙ্গ শ্রেষ্ঠ্যত্ববাদীকে জেলা আদালতে হাজির করা হয়েছিল।

১৫ মার্চ শুক্রবার দুইটি মসজিদে ঢুকে জুমার নামাজরত মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলা চালায় ব্রেনটন। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। আহত হন আরও ৪৬ জন। পুরো ঘটনাটিই সে ফেসবুকে লাইভ প্রচার করে।

ওই সময় অল্পের জন্য বেঁচে যায় সেখানে টেস্ট ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল।

হামলার ঘটনায় ওইদিনই পুলিশ এক নারীসহ চারজনকে আটক করে। তবে তাদের মধ্যে কেবল ট্যারেন্টকে আদালতে তোলা হয়।

পুলিশের বক্তব্য, দুটি মসজিদে ট্যারেন্ট একাই হামলা চালায়। প্রায় ৩৬ মিনিট সে এই হত্যাযজ্ঞ চালায়। তার কাছে দুটি মেশিনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল। তার গাড়িতে বিস্ফোরকও পাওয়া যায়।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …