নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালানো বন্দুকধারী ব্রেন্টন টারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৫ এপ্রিল) এক শুনানি শেষে এ আদেশ দিয়েছেন দেশটির উচ্চ আদালতের বিচারক ক্যামরন ম্যানডার। খবর বিবিসির।
গত ১৫ই মার্চ, শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলা চালায় টারান্ট। হামলায় নিহত হন ৫০ জন। আহত হন আরও ৪৮ জন। নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি।
হামলার ঘটনায় টারান্টের বিরুদ্ধে ৫০টি হত্যা ও ৩৯টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে দায়ের করা এক হত্যা মামলার শুনানি হয়েছে। শুনানিতে ভিডিওর মাধ্যমে আদালতের কার্যক্রমে অংশ নিয়েছে সে। টারান্ট শুনানিতে কোনো মন্তব্য করেনি। তাকে কেবল বিচারক ও আইনজীবীদের দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
শুনানি শেষে বিচারক ম্যানডার বলেন, হামলাকারীর মানসিক স্বাস্থ্য যাচাই করতে দুটি পরীক্ষা করা হবে।
এছাড়া, আগামী ১৪ জুন পর্যন্ত তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন ম্যানডার।