নাইজেরিয়ার একটি আবাসিক স্কুল থেকে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের অপহরণ করা ৩৪৪ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি।
এদিকে, গহীন জঙ্গলে সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করেছে নাইজেরিয়ার যৌথ বাহিনী। তাদের শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে বলে নিশ্চিত করেছেন ক্যাটসিনা রাজ্য গভর্নর আমিনু বেল্লো মাসারি।
তিনি বলেন, শিক্ষার্থীদের জামফারা রাজ্যের রুগু বনে আটক করে রাখা হয়েছিল তাদের। তারা ৩৪৪ জনকেই উদ্ধার করতে পেরেছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) স্থানীয় প্রশাসন আরও জানায়, শিক্ষার্থীদেরকে তাদের পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তদন্ত করে নিশ্চিত করতে পারেনি যে, অপহৃত সব শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না?
এর আগে, নাইজেরিয়ার প্রেসিডেন্টের দফতর জানায়, অপহরণ হওয়া শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হয়েছে। তবে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারাম যাদের গুম করেছিল তাদের সবাইকে উদ্ধার হয়েছে কিনা বিষয়টি পরিষ্কার করেনি।
গভর্নর মাসারি জানান, যে জায়গায় শিক্ষার্থীদের রাখা হয়েছিল ওই স্থানের সন্ধান পায় নাইজেরিয়ার বাহিনী। অনেকে শিক্ষার্থী থাকায় কোন গুলি না চালাতে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছিল।