পাকিস্তানে কাশ্মীর ইস্যুতে ভারতের বিমান হামলার প্রশংসা করে টুইট করায় ইউনিসেফের শুভেচ্ছা দূতের পদ থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বহিষ্কার চেয়েছে পাকিস্তানিরা। সম্প্রতি অনলাইনে একটি পিটিশন দায়ের মাধ্যমে তারা এ বহিষ্কারাদেশ চেয়েছে।খবর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
খবরে বলা হয়েছে, বলিউডের অন্যান্য তারকাদের মত সমালোচনা করতে গিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা তার টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে এ বিমান হামলার সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘জয় হিন্দ #ভারতীয়সশস্ত্রবাহিনী’। আর এতেই চটে যান পাকিস্তানের সমর্থকরা। ফলশ্রুতিতে তার শুভেচ্ছা দূতের পদে বহাল থাকার বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছে।
প্রিয়াংকা চোপড়া ২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছা রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। ইউনিসেফের রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন প্রিয়াঙ্কাকা চোপড়া।
লেখক ও কবি আতিফ তৌকির তার টুইটে প্রিয়াঙ্কা চোপড়ার ইউনিসেফের পদ নিয়ে সিন্দেহ প্রকাশ করে নিন্দার সাথে জানিয়েছেন,সে কি সত্যিই ইউনিসেফের শুভেচ্ছা রাষ্ট্রদূত? আমি কোনোভাবেই বুঝতে পারছি না। একজন অভিনেতা এবং একই সাথে ইউনিসেফের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় কীভাবে যুদ্ধকে প্রশংসা করতে পারেন তিনি। এই পৃথিবী কখনই শান্তির পথে ধাবিত হতে পারে না যখন শান্তি চুক্তিকারীরাই যুদ্ধকে ভালোবাসে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপর করা জাইশ-ই-মোহাম্মদ জঙ্গী বাহিনীর ওপর পাকিস্তানি সিমান্তে ঢুকে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। এরই প্রেক্ষিতে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি হওয়ার ২ দিন অনেক নাটকীয়তার পর মুক্তি দিয়ে ভারতে প্রেরণ করে পাকিস্তান।