রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে করোনা পরীক্ষায় জালিয়াতিসহ প্রতারণার চার মামলায় সাত দিন করে ২৮ দিন রিমান্ডে পেয়েছে র্যাব।
রবিবার ১০ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে নেওয়া হয়।
আদালতে চার মামলায় ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করেছিল র্যাব। শুনানি শেষে আদালত ৪ দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই আদালত তিন মামলায় রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের সাত দিন করে ২১ দিন রিমান্ড মঞ্জুর করে।
এর আগে উত্তরা পশ্চিম থানার মামলায় গোয়েন্দা পুলিশ-ডিবির কাছে ১০ দিনের রিমান্ড শেষে সাহেদকে আদালতে নিয়ে আসা হয়।
গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ সাহেদকে গ্রেপ্তার করে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি।
করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।