স্বাস্থ্য পরীক্ষার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। নিজস্ব সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (১৭ আগস্ট) তিনি হাসপাতালে ভর্তি হন।
৬৬ বছর বয়সী আবের কি ধরনের অসুস্থতা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে দেশটির নির্ভরযোগ্য সংবাদ সংস্থা কায়োদো নিউজ প্রধানমন্ত্রীর ঘনিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে, এটা আবের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।
সরকারি সূত্রের বরাত দিয়ে নিপ্পন টিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা গুরুতর নয়। অতিরিক্ত কাজের চাপে অবসাদগ্রস্ত হয়ে উঠেছিলেন আবে। তাই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কায়োদোর খবরে বলা হয়েছে, বছরে নিয়মিত দু’বার আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সম্প্রতি সময়ে তার সবশেষ মেডিকেল চেকআপ করা হয়েছিল ১৩ জুন। এবারেরটা সেই চেকআপেরই ফলোআপ।
তবে এ ব্যাপারে জাপান প্রধানমন্ত্রীর দফতর থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত মাসে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে কর্মরত অবস্থায় রক্তবমি করেছিলেন উল্লেখ করে একটি সংবাদ সাময়িকীতে খবর প্রকাশিত হওয়ার পর থেকে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়তে শুরু করে। সরকারের পক্ষ থেকে অবশ্য প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত সমস্যায় ভোগার বিষয়টি অস্বীকার করা হয়েছিল।
রয়টার্সের খবরে বলা হয়েছে, টোকিওর কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে জাপানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়।