শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থণা চলাকালে তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫০ জনেরও বেশি লোককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শতাধিক লোকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়বে।
প্রথমে কলম্বোর কচ্ছিকাড়ের সেন্ট অ্যান্থোনি চার্চে একটি বিস্ফোরণ ঘটে। একটু পরই কাতানার কাটুয়াপিটিয়ার একটি চার্চে আরও একটি বিস্ফোরণ হয়। এরপর সাংরিলা হোটেল এবং কিংসবারি হোটেলে বিস্ফোরণ হয় বলে পুলিশ জানিয়েছে।
অন্য বিস্ফোরণটি ঘটে নেগোম্বো শহরের বাত্তিকালোয়া চার্চে। তবে আরও একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটলেও তার নাম জানা যায়নি।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন তারা বিস্ফোরণের বিষয়ে তথ্য খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শিগিগরই জরুরি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন।
তবে কে বা কারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়।