নতুন হামলার আশঙ্কায় শ্রীলঙ্কার মুসলমানদের মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার অনুরোধ জানিয়েছে সে দেশের সরকার। একই সঙ্গে অন্য ধর্মের লোকদের উদ্দেশ্যেও একই আহ্বান জানানো হয়েছে।
শ্রীলঙ্কা সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্রও নতুন হামলার আশঙ্কা করছে। এ জন্য প্রার্থনার স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।
গত রোববার দিনের শুরুতে দেশটির খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি। এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।
কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
চলতি মাসের শুরুতে ভারতীয় গোয়েন্দা সংস্থা সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল কিন্তু সেটি শ্রীলঙ্কা সরকারের প্রশাসনে সব জায়গায় জানানো হয়নি বলে দেশটির পার্লামেন্টেই বলা হয়েছে।