আইএস শ্রীলঙ্কায় আবার হামলা চালাতে পারে বলে দেশবাসীকে সতর্ক করেছে শ্রীলঙ্কা সরকার।
ডেকান হেরাল্ড জানিয়েছে, এবার রাজধানী কলম্বোকে টার্গেট করেছে জঙ্গিরা এমন খবর পেয়েছেন গোয়েন্দারা।
শ্রীলঙ্কায় গত ২১ এপ্রিল স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়। তাতে এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।
সরকারের আশঙ্কা, ইস্টার সানডের দিন যারা নাশকতা চালিয়েছে সেই সন্ত্রাসবাদীরাই কলম্বোয় আরও হামলার ষড়যন্ত্র করছে।
গোয়েন্দা সূত্রে খবর, ৬ মের আগেপরে হামলাটি হতে পারে।
বিস্ফোরণের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে শহরজুড়ে তল্লাশি।
শ্রীলঙ্কা সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তার সব বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। জঙ্গিদের কয়েক জন সদস্য এখনো দেশে সক্রিয় রয়েছে। তবে এবার তারা আগের মতো সুযোগ পাবে না। তবু সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’