Breaking News

৩০ বছরের ক্ষমতা ছাড়লেন বশির

টানা বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির। বৃহস্পতিবার অন্তবর্তীকালীন সরকার দেশটির দায়িত্ব গ্রহণ করেছে বলে দেশটির সেনাবাহিনী এক ঘোষণায় জানায়।
মধ্যপ্রাচ্যভিত্তিক টিভি চ্যানেল আল আরাবিয়া জানায়, গত কয়েকমাস ধরে চলমান রাজনৈতিক সংকট নিরসনে এগিয়ে আসে সেনাবাহিনী। তাদের সমঝোতায় পদত্যাগ করেন বশির। অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন সুদানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ আওয়াদ ইবনে আউফ।

রয়টার্স জানায়, বিক্ষোভকারীরা খার্তুমের সামরিক সদরদপ্তরের সামনে জড়ো হয়েছে। তাদের মুখে স্লোগান ছিল, ‘অবশেষে প্রেসিডেন্টের পতন হয়েছে, আমাদের জিতে গেছি’।
এদিকে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া পেশাজীবী সংগঠনগুলো জানিয়েছে, অন্তবর্তীকালীন সরকারে জনগণের অংশগ্রহণ থাকলেই তবে তারা ক্ষমতা হস্তান্তর মেনে নেবেন।

আফ্রিকা অঞ্চলে সবচেয়ে বেশি মেয়াদে ক্ষমতায় থাকা অন্যতম প্রেসিডেন্ট বশির। ১৯৮৯ সালে কদল সামরিক কর্মকর্তার সমর্থন নিয়ে রক্তপাতহীন এক অভ্যুত্থান ঘটিয়ে দেশটির ক্ষমতা দখল করেন তিনি। এর পরপরই তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। সে বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনও হয়। একমাত্র প্রার্থী ছিলেন তিনি নিজেই। এরপর থেকেই যুক্তরাষ্ট্র সুদানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করে।

দ্রব্যমূল্য বৃদ্ধির অসন্তোষ থেকে গত ডিসেম্বর দেশটিতে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। বিক্ষোভ দমনে সৃষ্ট সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়ায় প্রায় অর্ধশতাধিক। এ ছাড়া তিন হাজারের অধিক সুদানিকে গ্রেপ্তার করে গোপন বন্দিশিবিরে আটকে রেখে তাদের ওপর নির্যাতন চালায় নিরাপত্তা বাহিনী।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *