বেড়ে চলছে জাপানের বিনোদন জগতে আত্মহত্যা। গত কয়েক বছরে একাধিক তারকা দেশটিতে আত্মহত্যা করেছেন। এবার জানা গেল ৪০ বছর বয়সী তারকা অভিনেত্রী তাকেউচি ইউকো আত্মহননের পথ বেছে নিয়েছেন।
বিবিসি জানিয়েছে, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ২টায় টোকিওর শিবুইয়া ওয়ার্ডে নিজ বাসা থেকে তার দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে টোকিও পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত তাকেউচি ইউকোর মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে কেন তিনি আত্মঘাতী হয়েছেন সে কারণ জানা যায়নি।
দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে জড়িত তাকেউচি ইউকো। ১৯৯৯ সালে জাপানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল এনএইচকেতে শুরু হওয়া একটি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। ২০১৬ সালে প্রচারিত এনএইচকের একটি ঐতিহাসিক নাটকেও তিনি অভিনয় করে প্রশংসিত হন।
প্রসঙ্গত, এক পরিসংখ্যান অনুযায়ী, জাপানে প্রতিদিন গড়ে প্রায় ৭০ জন মানুষ আত্মহত্যা করে। তারকাদের মধ্যেও এই প্রবণতা বাড়ছে দিন দিন, যা নিয়ে দেশটির সরকার রয়েছে দুশ্চিন্তার মধ্যে।