সাত কিলোগ্রাম ওজনের স্বর্ণের মুকুট মাথায় দিয়ে আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের দায়িত্ব নিলেন নতুন রাজা মহাভাজিরালংকর্ন। শত ঘাটের জল দিয়ে পবিত্র করে তাকে রাজা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২০১৬ সালে রাজা আদুল্যাদেজের মৃত্যুর পর নতুন রাজা মনোনীত হন তার ছেলে ভাজিরালংকর্ন। রাজার মৃত্যুর পর যুবরাজের সঙ্গে দেখা করার পর থাই জান্তা সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওঁচা জানিয়েছিলেন থাইল্যান্ডে সরকারিভাবে এক বছরের শোক পালন করা হবে। সেই শোক পালন শেষ হওয়ার পর গতকাল শনিবার থেকে শুরু হয়েছে নতুন রাজার তিন দিনের অভিষেক অনুষ্ঠান।
গতকাল শনিবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন রাজার মাথায় ৭ দশমিক ৩ কেজি ওজনের রাজমুকুট পরিয়ে দেওয়া হয়। এরপরই তিনি প্রথম রাজ ফরমান জারি করেন। এতে তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে রাজত্ব পরিচালনার প্রতিশ্রুতি দেন। ৬৯ বছর আগে তার বাবাও একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
১৯৫২ সালে ব্যাংককের রাজপরিবারে জন্ম হয় রাজা মহাভাজিরালংকর্নের। স্কুলজীবনটা যুক্তরাজ্যেই কেটেছে তার। পড়াশোনা করেছেন মিড স্কুল ও মিলফিল্ড স্কুলে। পরে অস্ট্রেলিয়ার রয়েল মিলিটারি কলেজে পড়াশোনা করেন তিনি। ভাজিরালংকর্নের কর্মজীবনের বেশির ভাগ সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিয়ে কাটিয়েছেন। পরে মিলিটারি টাইটেল ও পাইলট লাইসেন্স অর্জন করেন তিনি।