কভিড-১৯ মহামারীর কারণে এক বছরের জন্য স্থগিত হয়ে যাওয়া টোকিও অলিম্পিক গেমসের জন্য স্বাগতিক দেশ জাপানে বিক্রি হওয়া টিকিটের মধ্যে ১৮ শতাংশের রিফান্ড দেয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন গেমস আয়োজকরা।
গত ৩০ নভেম্বর তিন সপ্তাহের ‘রিফান্ড উইন্ডো’ শেষ হয়ে যায়। আয়োজকরা জানান, জাপানে মোট ৪৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে, এর মধ্যে ৮ লাখ ১০ হাজার টিকিটের মূল্য ফেরত দিতে হবে। পরবর্তী সময়ে কখনো নতুন তারিখ নির্ধারণ করে এসব টিকিট বিক্রি করা হবে।
প্যারা অলিম্পিকের ক্রয়কৃত টিকিটের রিফান্ড আবেদন করা যাবে ১ থেকে ২১ ডিসেম্বর। বিশ্বের যে প্রান্ত থেকেই টিকিট কিনেছেন না কেন, ক্রেতাদের স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছ থেকে রিফান্ড নিতে বলা হয়েছে।
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে গত মার্চে টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমস ২০২০ স্থগিত করা হয়, যা আধুনিক অলিম্পিকের ইতিহাসে প্রথম নজির। এই গেমস আগামী বছর ২৩ জুলাই শুরু হবে।