Breaking News

ট্রাম্প-মেলানিয়া করোনা পজিটিভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। নমুনা পরীক্ষায় তারা কোভিড পজিটিভ এসেছেন। বর্তমানে কোয়ারেনটাইনে আছেন তারা।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৪ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত) তিনি এই টুইট করেন।

টুইটে ট্রাম্প লিখেছেন, আজ রাতে আমি ও ফার্স্ট লেডি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছি। আমরা কোয়ারেনটাইন ও করোনা থেকে আরোগ্যের প্রক্রিয়া শুরু করছি। আমরা একসঙ্গে একে মোকাবিলা করব।

গত আধাঘণ্টাতেই ট্রাম্পের এই টুইটটি ১ লাখ ৩২ হাজার বার রিটুইট হয়েছে। একে ‘লাইক’ জমা পড়েছে ৩ লাখের বেশি। আর টুইটটি কোট হয়েছে ১ লাখ ৮৭ হাজার বারেরও বেশি। হাজার হাজার কমেন্টে সবাই মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *