বিদায়ের একেবারে শেষ মুহূর্তে চীনের আরও নয়টি বড় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কের অভিযোগে ওই কোম্পানিগুলোকে বৃহস্পতিবার পেন্টাগনের কালো তালিকাভুক্ত করা হয়।
নয়টি প্রতিষ্ঠানের মধ্যে চীনের অন্যতম বৃহত্তম জাতীয় তেল কোম্পানি ‘চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন (সিএনওওসি)’ ও মোবাইল কোম্পানি শাওমিও রয়েছে।
গত কয়েক মাসে নিরাপত্তা হুমকির শঙ্কায় চীনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, উইচ্যাট ও প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্ততকারী প্রতিষ্ঠান হয় শাওমি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অভিযোগ, দক্ষিণ চীন সাগরে অফশোর তেল ও গ্যাস অনুসন্ধানে হয়রানি ও হুমকি হয়ে দাঁড়িয়েছে সিএনওওসি।
দেশটির কমার্স সেক্রেটারি উইলবার রোজ বলেন, প্রতিবেশী দেশগুলোকে ভয়ভীতি দেখাতে চীনের সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মির ভাড়াটে হিসেবে কাজ করছে সিএনওওসি।
নিষেধাজ্ঞার ফলে উচ্চ প্রযুক্তির সামগ্রী রপ্তানির আগে যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের কাছ থেকে বিশেষ লাইসেন্স নেয়া লাগবে সিএনওওসির।
নিষেধাজ্ঞার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে শাওমির শেয়ার ১৪ শতাংশ পড়ে যায়। অন্যদিকে শুক্রবার হংকংয়ে এর শেয়ার পড়ে ১১ শতাংশেরও বেশি।