সৌদি আরবকে ৮০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রিতে কংগ্রেসের আপত্তি মানছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ছাড়াও এ অস্ত্র কিনবে আরব আমিরাত ও জর্দান।
রয়টার্স জানায়, ইরানের সঙ্গে উত্তেজনা পরিস্থিতিতে শুক্রবার এক জরুরি পরিস্থিতি ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এদিন সৌদিসহ আরব আমিরাত ও জর্দানকে অস্ত্র বিক্রির আপত্তি মানেননি ট্রাম্প।
কংগ্রেশনাল কমিটিকে ট্রাম্প প্রশাসন জানায়, তারা সৌদি আরব, আরব আমিরাত, জর্দানকে ২২ ধরনের সামরিক অস্ত্র বিক্রি করতে যাচ্ছেন। এমন সিদ্ধান্তে আপত্তি জানান মার্কিন নীতি-নির্ধারকরা।
ইয়েমেন যুদ্ধে অভিযানের ফলে মানবিক বিপর্যয় সৃষ্টির কারণে সৌদি আরবসহ তিন আরব দেশকে অস্ত্র বিক্রির বিরোধিতা করেন তারা।
কিন্তু ট্রাম্প জরুরি অবস্থা জারি করে সৌদি আরবকে বোমা সহ মারণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় হতাশ করেছে কংগ্রেসকে।
শীর্ষ সিনেটর ক্রিস মারফি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প জানতেন তার এ সিদ্ধান্তে কংগ্রেস রাজি হবে না। এ জন্য জরুরি অবস্থা ঘোষণা জারি করে অস্ত্র আইনের ফাঁকফোঁকরের আশ্রয় নিয়েছেন। ইয়েমেনে বোমা ফেলতে সৌদি আরবকে অস্ত্র বিক্রির জন্য আর কোনো নতুন জরুরি ঘোষণা নয়। এতে আরও বেশি মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।”