গত জানুয়ারিতে জাপানে বেকারত্বের হার পূর্ববর্তী মাসের তুলনায় শূন্য দশমিক ১০ শতাংশীয় পয়েন্ট বেড়ে ২ দশমিক ৫০ শতাংশে দাঁড়িয়েছে। শুক্রবার সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর জাপান টুডে।
ইন্টারনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, গত দুই মাসে বেকারত্বের হার বেড়েছে এবং ২৬ বছরের মধ্যে সর্বনিম্ন হারের আশপাশে ছিল।
স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ-বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, প্রতি ১০০ জন চাকরি প্রার্থীর বিপরীতে ১৬৩টি কর্ম খালি ছিল।
সংবাদ বিবৃতিতে অভ্যন্তরীণ-বিষয়ক মন্ত্রণালয় জানায়, জানুয়ারিতে বেকারত্বের হার বেড়েছে কিন্তু শ্রম পরিস্থিতিতে ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
জানুয়ারিতে ৭ লাখ ৫০ হাজার মানুষ স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছে, যা গত ডিসেম্বরের চেয়ে ১০ হাজার বেশি। নতুন করে চাকরি প্রার্থীর সংখ্যা ৬০ হাজার বেড়ে ৪ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। এছাড়া চাকরি থেকে ছাঁটাইয়ের সংখ্যা ২০ হাজার বেড়ে ৩ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে।
পুরুষের ক্ষেত্রে বেকারত্বের হার ২ দশমিক ৫০ শতাংশে স্থিতিশীল রয়েছে। তবে নারীদের ক্ষেত্রে বেকারত্বের হার শূন্য দশমিক ৩০ শতাংশীয় পয়েন্ট বেড়ে ২ দশমিক ৫০ শতাংশে দাঁড়িয়েছে।