Breaking News

যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের ডিরেক্টরকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সিক্রেট সার্ভিসের ডিরেক্টরকে বরখাস্ত করেছেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) প্রধানের পদত্যাগের পরদিনই এ ঘটনা ঘটলো।

বিবিসি জানায়, সোমবার ডিএইচএসের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ সিক্রেট সার্ভিসের ডিরেক্টর র‌্যান্ডোলফ অ্যালিসকে বরখাস্ত করেন ট্রাম্প।

আগের দিন ডিএইচএসের প্রধান কার্স্টেন নিলসেন পদত্যাগ করেন। সীমান্ত নীতি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতের অমিলের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সাল থেকে ট্রাম্প প্রশাসন থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা এভাবে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনকে ট্রাম্প নিজেই বরখাস্ত করেছেন। তবে গত কয়েক মাসে পদত্যাগ করেছেন একাধিক শীর্ষ কর্মকর্তা ।

হোয়াইট হাউস অ্যালিসের বরখাস্তের ঘটনা নিশ্চিত করলেও এর কারণ সম্পর্কে কিছুই জানায়নি।

প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, অ্যালিস গত দুই বছর ধরে গোয়েন্দা সংস্থাকে বড় ধরনের সেবা দিয়েছেন। ৪০ বছরের চাকরি জীবনে দেশের প্রতি সেবায় অ্যালিসের প্রতি কৃতজ্ঞ প্রেসিডেন্ট।

তিনি জানান,  অ্যালিসের জায়গায় আসছেন সিক্রেট সার্ভিসের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা জ্যামস মুরি। মে মাসে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

 

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *