শ্রীলঙ্কায় সন্ত্রাসীরা আরো হামলার পরিকল্পনা করছে জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে নাগরিকদের দেশটি ভ্রমণে সতর্কতা জারি করেছে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্র সময় রোববার জারি করা সংশোধিত ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, সামান্য আভাস বা কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফের সন্ত্রাসী হামলা হতে পারে।
হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পর্যটন কেন্দ্র, শপিং মল, হোটেল, বাস ও রেল স্টেশন, বিভিন্ন প্রার্থনা কেন্দ্র, বিমানবন্দর ও জনসমাগম পূর্ণ এলাকার কথা বলা হয়েছে।
পররাষ্ট্র দফতরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, যারা এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন অথবা দেশটিতে ভ্রমণে যাচ্ছেন তাদেরকে মার্কিন পররাষ্ট্র দফতরের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামের (এসটিইপি) সাথে সংশ্লিষ্ট থাকতে বলা যাচ্ছে। সেখান থেকে নিয়মিত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেয়া হবে।
রোববার শ্রীলঙ্কার কয়েকটি অভিজাত হোটেল ও গির্জায় বোমা হামলায় ২৯০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচ শতাধিক।