Breaking News

চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

হংকংয়ের মেইনল্যান্ডবিরোধী মতামত দমনে চীনের আগ্রাসী ভূমিকার কারণে ১৪ চীনা কর্মকর্তার ওপর নতুন করে অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের আরোপ করা ওই নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে চীনের তরফ থেকেও হুঁশিয়ার বার্তা উচ্চারণ করা হয়েছে।

এদিকে, নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির (এনপিসিএসসি) ভাইস চেয়ারপারসন। এনপিসিএসসি’র বিরুদ্ধে হংকংয়ের জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এর আগে, হংকংয়ের বেইজিংসমর্থিত সরকার মেইনল্যান্ডবিরোধী মতামত দমনে চীনের দেওয়া নতুন ক্ষমতাবলে চার গণতন্ত্রপন্থি সদস্যকে বহিস্কার করে।

ওই ঘটনার প্রতিবাদে পদত্যাগ করেন হংকংয়ের গণতন্ত্রপন্থি বিরোধীদলীয় আইনপ্রণেতারা। পশ্চিমা দেশগুলোও হংকংয়ের এ পদক্ষেপে উদ্বিগ্ন হয়ে ওঠে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *