ইরানি আল-কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ কথা জানিয়েছে।
ইরাকের প্রতিবেশী দেশ ইরান। আর এই দুই দেশের খুব কাছেই কুয়েতের অবস্থান। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ৭৫০ সৈন্য গত মঙ্গলবার রাতে কুয়েতে পৌঁছে। আর বাগদাতে দূতাবাসের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ১০০ জন মেরিন সৈন্য মোতায়েন করা হয়।
অপরদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নতুন ৩ হাজার সেনা সদস্য কুয়েতের মার্কিন ঘাঁটিতে অবস্থান করবেন। তারা সেখানে থাকবেন অন্তত ৬০ দিন।
জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।