যুক্তরাষ্ট্রের টেক্সাসে বর্ণবাদবিরোধী বিক্ষোভে গুলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) টেক্সাসের প্রধান শহর অস্টিনের শহরতলীতে এ ঘটনা ঘটে। টেক্সাস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
এক ফেসবুক লাইভে দেখা যায়, টেক্সাসের রাজধানীতে শতাধিক মানুষের এক বর্ণবাদবিরোধী মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তি বিক্ষোভকারীদের ওপর রাইফেলের কয়েক রাউন্ড গুলি ছুঁড়েন। ওই মিছিলে বিক্ষোভকারীদের স্লোগান ছিলো, ‘মুষ্টিবদ্ধ করো, লড়াই করো’।
এ ঘটনার পর অস্টিনের পুলিশ ও জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ টুইটারে জানায়, মিছিলে গুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে বর্ণবাদবিরোধী আন্দোলন থেকে প্রায় ৪৫ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের দমন করতে পুলিশের ২১ কর্মকর্তা মারাত্মক আহত হয়েছেন বলে জানানো হয়।