রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের অস্থায়ী ক্যাম্প থেকে দুর্গম ভাসানচরে স্থানান্তর অবিলম্বে বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল। খবর রয়টার্স।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সংস্থা দুইটি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভাসানচরে স্থানান্তরের জন্য চার হাজার রোহিঙ্গা শরণার্থীর তালিকা তৈরি করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। ৩ ডিসেম্বর থেকে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে স্থানান্তর অবিলম্বে বন্ধ করা উচিত।
এদিকে, বাংলাদেশের উচিত একটি স্বচ্ছ স্থানান্তর প্রক্রিয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হওয়া। এ ব্যাপারে সংশ্লিষ্ট রোহিঙ্গা শরণার্থীদের পূর্ণ সম্মতি থাকতে হবে – বলে উল্লেখ করেছে এইচআরডব্লিউ।
পাশাপাশি, ভাসানচরের ভেতরে-বাইরে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা থাকতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে স্থানান্তরের আগে স্বাধীন কারিগরি ও সুরক্ষাগত যে মূল্যায়নের আহ্বান জাতিসংঘ জানিয়েছে সে ব্যাপারে বাংলাদেশকে মনোযোগী হতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।